Welcome in my World

Transformer Parallel Operation (ট্রান্সফরমার প্যারালেল অপারেশন

ট্রান্সফরমার প্যারালেল অপারেশন


অতিরিক্ত লোড বহন করার জন্য দুই বা ততোধিক ট্রান্সফরমার প্যারালেলে পরিচালনার করতে হয়। একটি ট্রান্সফরমারকে অন্য একটিট্রান্সফরমারের সাথে অথবা সাধারণ বাসবারের সাথে প্যারালেলে সংযোগ করাকে ট্রান্সফরমার প্যারালেল অপারেশন বলে।

প্যারালেল অপারেশনের শর্তঃ
সকল ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং সমান হতে হবে অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও একই হতে হবে।
সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে।
প্রতিটির ফেজ সিকুয়েন্স একই হতে হবে।
প্রাইমারি  সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট একই হতে হবে।
প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য ইম্পিডেন্স অবশ্যই নিজস্ব KVA রেটিং এর উল্টানুপাতিক হতে হবে।
প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স  রিয়াক্ট্যান্স এর অনুপাত একই হতে হবে


ট্রান্সফরমারের পোলারিটি না জেনে ট্রান্সফরমার প্যারালেল অপারেশন করলে কি কি অসুবিধা দেখা দিবে?
শর্ট সার্কিট অবস্থার দেখা দিবে।
নিজেদের মধ্যে সারকুলেটিং কারেন্ট প্রবাহিত হবে।
লোড কারেন্ট সরবরাহ হবেনা।
ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে




ট্রান্সফরমারের সারকুলেটিং কারেন্ট কি?
উত্তরঃ ট্রান্সফরমার প্যারালেল অপারেশনের সময় যদি উভয় ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও এক না হয় তাহলে ট্রান্সফরমারেরইনডিউসড সেকেন্ডারি  এম এফ অসমতা বিরাজ করে এবং সঠিকভাবে ফেজ অপোজিশন হয় না। ফলে লোড বা নো-লোড অবস্থায় উভয়ট্রান্সফরমার ওয়াইন্ডিং  কিছু কারেন্ট আবর্তকারে প্রবাহিত হয় যা সারকুলেটিং কারেন্ট নামে পরিচিত

No comments

Powered by Blogger.