Welcome in my World

রাত কাটানোর জায়গা

রাত কাটানোর জায়গা


এক পথিক রাত কাটানোর জন্য জায়গা খুঁজছে। এক বাড়িতে গিয়ে বলল, ‘একটু থাকার জায়গা হবে কি?’
- না, আমার ঘরে যুবতী মেয়ে আছে।
পথিক এগিয়ে আরেকটি বাড়িতে গেল।
- তোমার ঘরে কি একটু থাকার জায়গা হবে?
- না না, আমার ঘরে সেয়ানা মেয়ে আছে।
এভাবে আরো কয়েক বাড়িতে গিয়ে থাকার জায়গা চেয়ে সবার কাছ থেকে একই উত্তর পেয়ে খুব হতাশ হয়ে সবশেষ বাড়িটাতে গিয়ে বলল,
-তোমার ঘরে কি যুবতী বা সেয়ানা মেয়ে আছে?
- কেন? তা দিয়ে আপনার দরকার কী?
- না মানে, রাতটা একটু কাটাতে চাই…
- তবে রে….দাঁড়া দেখাচ্ছি মজা!…

No comments

Powered by Blogger.