Welcome in my World

IGBT

An insulated-gate bipolar transistor (IGBT) is a three-terminal power semiconductor device primarily used as an electronic switch which, as it was developed, came to combine high efficiency and fast switching.


আসুন আড্ডা হয়ে যাক Inverter এর একটি গুরুত্বপূর্ন কম্পোনেন্ট নিয়ে,যার নাম IGBT(Insulated Gate Bipolar Transistor).আজ আলোচনা হবে Inverter এ IGBT এর কাজ এবং IGBT ফল্ট কিভাবে নির্ণয় করা যায়।
IGBT এর কাজঃ Inverter এ একটি কম্পোনেন্ট থাকে যার মাধ্যমে পাওয়ার মোটরে পৌছায়।বর্তমানে এই কম্পোনেন্ট হিসেবে IGBT ব্যাবহার হয়। IGBT pulse width modulation (PWM) ব্যাবহার করে এসি ওয়েভফরম তৈরি করে,ক্যাপাসিটর হতে আগত ডিসি পাওয়ার কে সেকেন্ডে কয়েক হাজারবার অন অফ করার জন্য।ব্যাপারটা আসলেই দারুন তাইনা।আর এই হাজার বার অন অফ হয়ার ফলে যে এসি ওয়েভ তৈরি হয় তাই আমাদের মোটরকে কন্ট্রোল করে থাকে।
এবার বুঝতেই পারছেন যদি আপনার Inverter এ IGBT ফল্ট থাকে তাহলে আপনার মোটরে পাওয়ার পাবেননা,মোটরে স্পিড কন্ট্রোল হবেনা।
এবার আসুন IGBT ফল্টি কিনা তা কিভাবে টেস্ট করব জেনে নেই।
IGBT ফল্ট টেস্টঃ আপনার IGBT তে কয়েকটি terminal পাবেন।যেমন,G1 E1;G2 E2; C2E1 ; E2; C1(ছবি১ এ দেখুন)
G1 E1এবং G2 E2 কে সর্ট করুন।
এখন আমরা চেক করব C1 TO C2E1এ, আপনার মাল্টিমিটার কে ডায়োড মুডে দিন।মিটার এর +(posative)প্রুভ কে c1 এ আর - (negative)প্রুভ কে C2E1 এ ধরুন।আপনি ওপেন সার্কিট দেখতে পাবেন। এবার প্রুভ উল্টিয়ে দিন আপনি সামান্য ডিসি ভোল্ট পাবেন।
এবার চেক করব C2E1 TO E2। আপনার মিটার এর +(posative)প্রুভ কে C2E1 এ আর - (negative)প্রুভ কে E2 তে রাখুন।আপনি একটি ওপেন সার্কিট পাবেন।এবার আপনার মিটার এর প্রুভ উল্টিয়ে দিন, একটি রিডিং পাবেন।
এই কন্ডিশন গুলো যদি আপনার IGBT তে থাকে তাহলে তা ঠিক আছে।
নোট:আপনারা যারা আমার inverter/vfd/drive এর বেসিক কার্যপ্রণালী পোস্টটি মিস করেছেন তাদের সুবিধার জন্য ছবি ৩ এ বেসিক কার্যপ্রণালী এর একটি ডায়াগ্রাম দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.