Welcome in my World

মোটর নেমপ্লেটের এর টুকিটাকি


কারেন্ট  মোটরের গায়ে অনেক সময় এটা এভাবে লেখা থাকে
FLA -17A
যার অর্থ হচ্ছে মোটরের ফুল লোড এম্পিয়ার হচ্ছে ১৭ এম্পিয়ার যখন একটা মোটর কোনও লোড ছাড়া চালানো হয় তখন মোটরটা যেই কারেন্ট নেয় সেটা মোটরের নো লোড কারেন্ট যার পরিমান থাকে কম এবং মোটর এই কারেন্ট টা নেয় মোটরটার রোটর ঘুরাতে এখানে লক্ষণীয় বিষয় এটা যে এই অবস্থায় মোটরটা কিন্তু কোনও কাজ করছে না এখন মনে করি এই মোটরটাকে একটা ভারি কিছু দেয়া হল তলা থেকে তলা পর্যন্ত ঠানোর জন্য এখন বস্তুটার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ শক্তি চাইবে বস্তুটাকে টেনে ধরে রাখতে এই অবস্থায় যদি বস্তুটার সাথে মোটরের রোটর কাপ্লিং করা হয় তবে মাধ্যাকর্ষণ শক্তি চাইবে মোটরের রোটর কে টেনে ধরতে ঠিক সময়েই মোটরটা নো লোড কারেন্ট থেকে বেশী কারেন্ট নেয়া শুরু করবে এবং এই কারেন্ট দিয়ে মোটরটা টর্ক তৈরি করবে এবং এই মুহূর্ত থেকে মোটরটা ইলেকট্রিক্যাল পাওয়ার কে মেকানিক্যাল পাওয়ার রুপান্তর শুরু করবে এবং এই প্রক্রিয়ায় মোটরটা তার ঘূর্ণন অব্যাহত রাখবে মোটরের রোটরকে যত ঘুরতে বাধা দেয়া হবে মোটরটা তত বেশী কারেন্ট নিবে এবং ঘুরবার চেষ্টা করবে এভাবে মোটরটা যখন তার নেমপ্লেট মেকানিক্যাল আউটপুট দেয় এবং সেই সময় মোটরটা যেই পরিমান কারেন্ট নেয় তাকেই মোটরের ফুল লোড এম্পিয়ার বলে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই ফুল লোড এম্পিয়ার এর মানটা কিন্তু সাপ্লাই ভোল্টেজের মানের উপর নির্ভরশীল যখন মোটরের নেমপ্লেট ভোল্টেজ দেয়া হবে এবং যখন ভোল্টেজ গুলো ফেজেই সমান হবে শুধুমাত্র তখনই মোটরটা তার নেমপ্লেট এম্পিয়ার নিবে
মোটরের এই কারেন্ট এর মান টা অনেক গুরুত্বপূর্ণ কারন এই মানের উপর নির্ভর করেই মোটরের কেবল সাইজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলের মান নির্ধারণ করা হয়
ফেজঃ মোটরের গায়ে এটা লেখা থাকে যে মোটরটা কয় ফেজ সাপ্লাইএ চলবে অর্থাৎ এটা ০১ ফেজ মোটর না ০৩ ফেজ মোটর এটা লেখা থাকবে
‪#‎আরপিএমঃ আরপিএম বা Revolution per minute যাকে বাংলায় বলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, এর মান সব মোটর এর নেমপ্লেটে দেয়া থাকে এবং এক্ষেত্রে মোটর তৈরিকারকরা মোটরের স্লিপ বিবেচনায় নিয়েই আরপিএমের মানটা মোটরের নেমপ্লেটে লিখে থাকেন তবে মুল কথা হচ্ছে এটা হচ্ছে সেই সর্বোচ্চ স্পীড যা মোটরটা দিতে পারে যখন মোটরটা তার আউটপুটে তার ফুল লোড মেকানিক্যাল পাওয়ার দিচ্ছে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে অবশ্যই মোটরটার ইনপুটে নেমপ্লেট ফ্রিকোয়েন্সিতে নেমপ্লেট ভোল্টেজ দিতে হবেমোটরের গায়ে এটা অনেক সময় এভাবে লেখা থাকেঃ F/L RPM:2800 বা 2800r/min
আজ এই পর্যন্তই

No comments

Powered by Blogger.